ডেস্ক রিপোর্ট: অবশেষে বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংসের ডাউনিং স্ট্রিট ছেড়ে গেছেন। তিনি ডাউনিং স্ট্রিট ছেড়েছেন ঠিকই কিন্তু ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে গণ করোনভাইরাস টেস্ট এর মতো বিষয়গুলি নিয়ে বাড়ি থেকে কাজ চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
মিঃ কামিংস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের অত্যন্ত শক্তিধর উপদেষ্টার একজন ছিলেন। প্রধানমন্ত্রী বরিস জনসনকে নতুন করে কাজ শুরু করার সুযোগ আসবে বলে বেশ কয়েকজন টরি এমপি ডোমিনেক মিঃ কামিংসের প্রস্থানকে স্বাগত জানিয়েছেন।
বেশ কিছুদিন থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট গুঞ্জনের কেন্ত্রবিন্দু ছিল। দীর্ঘদিন ধরে টানা উত্তেজনা ছিল । কিন্তু ধীরে ধীরে জ্বলতে থাকা ফিউজটি অবশেষে বিস্ফোরিত হয়েছে বলে অনেকেই মনে করেন।
উল্লেখ্য, গত বুধবার ১০ ডাউনিং স্ট্রিটের আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা মিঃ কেইনের বহিষ্কারের ঘোষণা দেওয়া হলে, গুঞ্জন উঠেছিল যে তার মিত্র ডমিনিক কামিং ও পদত্যাগ করতে যাচ্ছেন।এখন দেখার পালা কে হচ্ছেন ডমিনিক কামিং এর স্থলাভিষিক্ত। আর এ জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।