টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগসের নিয়মিত ‘আস্ক দ্যা মেয়র ইভেন্ট’ অর্থাৎ মেয়রের সাথে প্রশ্ন-উত্তর পর্ব আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।
মেয়রকে সরাসরি প্রশ্ন করার বিশেষ এই অনুষ্ঠানে যোগ দিন এবং মেয়রের কাছ থেকে জেনে নিন আপনার জিজ্ঞাসার উত্তরগুলো।
এবারের এই ইভেন্টে আগামীতে কাউন্সিল কিভাবে কঠিন আর্থিক পরিস্থিতি মোকাবেলা করবে সেদিকে নজর দেয়া হবে এবং কোন কোন সার্ভিস বা সেবাগুলো আপনার কাছে সবেচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে কাউন্সিল আপনার অভিমত জানতে বিশেষভাবে আগ্রহী।
এই প্রশ্ন-উত্তর সেশনে যোগ দিতে চাইলে আপনাকে রেজিষ্ট্রি করতে হবে এবং চাইলে আপনি আগেভাগেই আপনার প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। আগ্রহীরা talk.towerhamlets.gov.uk/ask-the-mayor-online – এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নিবন্ধন করতে পারেন।