‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক বাংলাদেশকে আরও ৮৫০ কোটি টাকার সমান ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সাহাবুদ্দিন পাটোয়ারী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন চুক্তিতে সই করেন। বুধবার (১৮ নভেম্বর) এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক বলেছে, রোহিঙ্গা ও সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর জন্য জ্বালানি, পানি, পয়ঃনিষ্কাশন সেবা ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার জন্যই ১০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে দেওয়া হচ্ছে।