ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী বরিস জনসন প্রীতি প্যাটেলকে সমর্থন দেওয়ায় মন্ত্রিসভা বিষয়ক উপদেষ্টা পদত্যাগ করেছেন। স্ট্যান্ডার্ডস চিফ স্যার অ্যালেক্স অ্যালান দাবি করেন যে স্বরাষ্ট্র মন্ত্রী প্রীতি প্যাটেল মন্ত্রীসভার আচরণ ভঙ্গ করেছেন।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী তা প্রত্যাখ্যান করে বলেছেন যে প্রীতি প্যাটেল কোনো আচরণ ভঙ্গ করেননি এবং তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে । স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, তার আচরন অতীতে অনেককে মর্মাহত করেছিল। সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বরিস জনসন স্যার অ্যালেক্সকে তদন্তের ভার দিয়েছিলেন। এই তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রী আচরণ কোড ভঙ্গ করার প্রমান পান স্যার অ্যালেক্স। কিন্তু প্রধানমন্ত্রী বরিস জনসন সেটাকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। আর এরই সূত্র ধরে স্যার অ্যালেক্সক পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন যে বরিস জনসন বুলিংয়ের বিষয়টি গুরুত্বের সাথে দেখেছন কিন্তু তিনি বিশ্বাস করেন না যে প্রীতি প্যাটেল কারো সাথে এমন আচরণ করেছেন যা বুলিংয়েরসাথে সম্পৃক্ত উল্লেখ্য, মন্ত্রীরা সাধারণত কোডটি ভঙ্গ করলে পদত্যাগ করবেন বলে প্রত্যাশা করা হয় এবং লঙ্ঘনের পরে কোনও মন্ত্রীর পদে থাকার কোনও নজির নেই।
প্রতিবেদনের ব্যাপারে প্রধানমন্ত্রী স্বরাষ্ট মন্ত্রীর পক্ষে তার বিবৃতি প্রকাশ করায় স্যার অ্যালেক্স তার পদত্যাগের ঘোষণা দেন।