সিলেট প্রতিনিধি: গোয়াইনঘাটে ডি এন হাইস্কুল ও কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘স্মৃতির ক্যানভাস’ অনলাইন ম্যাগাজিন প্রকাশ হতে যাচ্ছে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দশ গাঁও নওয়া গাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাক্তন শিক্ষার্থী গ্রুপের উদ্যোগে ‘স্মৃতির ক্যানভাস’ নামে একটি অনলাইন ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিষ্ঠানের ১ম ব্যাচ থেকে শুরু অদ্যাবধি সকল ব্যাচের শিক্ষার্থীদের ভারচূয়াল একত্রিত ও অতীত স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ।
এ উপলক্ষে এক ভার্চুয়াল মতবিনিময় সভা ২রা নভেম্বর অনুষ্ঠিত হয়।
হৃদয়ের টানে প্রাণের স্পন্দনে ভারচূয়াল হলেও সবাই যেন সেই অতীতের স্কুল জীবনে ছুটে যায়।সভার সময় ৪০ মিনিট থাকলে ও সময় ২ঘন্টা পেরিয়ে যায় তবুও যেন কথা শেষ হয়না।
বাংলাদেশ পুলিশ বাহিনীর অন্যতম ইন্সপেক্টর সাবেক শিক্ষার্থী কমর উদ্দিনের সভাপতিত্বে ও লন্ডনসিলেটনিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক লন্ডন প্রবাসী ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী ও তারেক আহমেদের যৌথ পরিচালনায় এতে অংশ নেন ইনকাম অফিসার দেলোয়ার হোসেন,ডি এন হাইস্কুল ও কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সাজ্জাদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ, ডাঃ এনামুল হক,আশরাফ জামিল লায়েক,দীপশিখা স্কুলের শিক্ষক বদরুল ইসলাম, মোসলেহ উদ্দিন মোনায়েম, শাবিপ্রবি মেধাবী ছাত্র মোন্তাসির মোস্তাকিম, সাইফুর রহমান, আলীম উদ্দিন, আলমগীর আহমদ, সুমন আহমদ,আওলাদ হোসেন, রহিম উদ্দিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ইন্সপেক্টর কমর উদ্দিন কে আহ্বায়ক ও তারেক আহমদ কে সদস্য সচিব মনোনীত আঙশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়।
স্মৃতির ক্যানভাস অনলাইন ম্যাগাজিনের সম্পাদক হিসেবে ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলীকে মনোনীত করা হয়।।ম্যাগাজিনের তথ্য সংগ্রহ,প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সমন্বয় সাধন সহ সার্বিক সহযোগিতার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়।
উপকমিটি-১ আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপকমিটি-২ আহ্বায়ক শিক্ষক প্রতিনিধি প্রভাষক সাজ্জাদুর রহমান, ট্রেজারার ডাঃ এনামুল হক,. যথাশীঘ্র আহ্বায়ক কমিটি ও উপকমিটি আরো সম্প্রসারিত করা হবে।
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিতব্য ‘ স্মৃতির ক্যানভাস’ অনলাইন ম্যাগাজিনকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন গভর্নিং বডির সভাপতি আব্দুল হাকিম চৌধুরী, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত ওসমান গনি, প্রিন্সিপাল খলিলুর রহমান।
এদিকে স্মৃতির ক্যানভাস অনলাইন ম্যাগাজিন কমিটির আহ্বায়ক ইন্সপেক্টর কমর উদ্দিন ও সদস্য সচিব তারেক আহমদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ম্যাগাজিন প্রকাশে শ্রদ্ধাভাজন শিক্ষকমন্ডলী, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ছাত্র, গভর্নিং বডি, সুশীল সমাজ সহ সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।