আরটিএন বাংলা টিভির সিইও নুরুল আমিন তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এম এএইচ টিভির সিইও মোহাম্মদ আব্দুল হামিদ টিপু। অনলাইন মিডিয়ার পক্ষে আলোচনায় অংশ গ্রহন করেন, কিংন্ডম চ্যানেল এর ম্যানেজিং ডাইরেক্টর ব্যারিস্টার তারেক চৌধুরী, সময় সম্পাদক সাঈদ চৌধুরী, টিভি ৩ বাংলা ম্যানেজিং ডাইরেক্টর নাশেদ রহমান, জালালাবাদ টিভির সিইও আনোয়ার শাহজাহান, লন্ডন এলবি টিভির আলাউর রহমান শাহীন, দর্পন টিভির চেয়ারম্যান রহমত আলী, ইউকে বিডি টিভির মনসুর মুকিস, হাওয়া টিভির মাহমুদুর রহমান শানুর, মুক্তবাংলা অনলাইন চ্যানেলের ম্যানেজিং ডাইরেক্টর মো: সারওয়ার হোসাইন, পিভি টিভির পরিচালক দেলওয়ার হোসেন শিবলী, এমএস টিভি ইউকের চেয়ারম্যান মুসলিম খান, ইউকে কসবা টিভির চেয়ারম্যান সৈয়দ মাসুক, এমএস টিভির পরিচালক শামীমুল হক, একুশে জার্ণাল টিভির চেয়ারম্যান মাসরুর আহমদ বুরহান, এসএ টিভির চেয়ারম্যান মো: আনিসুর রহমান, টাইম নিউজ ফখরুল হোসেন, ব্রিটিশ বাংলা অনলাইন টেলিভিশনের চেয়ারম্যান জামাল আহমদ, সিলেট ৭১ ইবশা আহমদ চৌধুরী,স্বাধীন বাংলা টিভির পরিচালক আমিনুর রহমান রায়হান প্রমুখ। অনুষ্ঠানে অংশকারী সকলকে নিয়ে ‘অনলাইন টিভি ক্লাব ইউকে’ গঠন করা হয়।
অনলাইন টিভি ক্লাব ইউকের প্রারম্ভিক আলোচনায় বলা হয়, আজ থেকে অর্ধ শতাধিক বছর আগে ১৯৬৪ সালে কানাডীয় সমাজ বিশেষজ্ঞ মার্শাল ম্যাকলুহান যে ‘গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম’ ধারণার কথা বলেছিলেন, তার বাস্তব রূপায়ন হচ্ছে ইন্টারনেট কেন্দ্রিক আজকের ডিজিটাল মিডিয়া বা অনলাইন গণমাধ্যম।
অনলাইন গণমাধ্যমের অসীম ব্যাপকতা, বিশাল সম্ভাবনা ও বহুমাত্রিক বৈশিষ্টের কারণে বিশ্বের সর্বত্র তা দ্রুত বিকশিত হচ্ছে। । অনলাইন গনমাধ্যেম সকল প্রতিবন্ধকতাকে জয় করে নান্দনিতকার জয়জয়কার ঘটাচ্ছে। প্রতিনিয়ত নির্মিত, বিনির্মিত হচ্ছে নতুন অনেক কিছু। দ্রুততম সময়ে সংবাদ প্রদান, খবরের নতুনত্ব ও নান্দনিকতা সৃষ্টিই হচ্ছে অনলাইন গণমাধ্যমের দর্শন।
অনুষ্ঠানে প্রাথমিক কার্যক্রম চালিয়ে যাবার জন্য মোহাম্মদ আব্দুল হামিদ টিপু, নুরুল আমিন তারেক, মো: সারওয়ার হোসাইন, আনোয়ার শাহজাহান, মুসলিম খান, মাহমুদুর রহমান শানুর মাসরুর আহমদ বুরহান, দিলওয়ার হোসেন শিবলীকে মনোনীত করা হয়।
অনলাইন টিভি ক্লাব ইউকে আন্তর্জাতিক ব্রডকাস্টিং নীতিমালা পর্যালোচনা, পেশাগত ও কারিগরি মান বৃদ্ধি, নারী-পুরুষ বৈষম্য দূরীকরণ,সাংবাদিকদের সুসংগঠিত করে উক্ত ক্লাবের মাধ্যমে যথাযথ প্রশিক্ষণ প্রদান করবে।