গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই বছরের বেশি সময় বন্দি থাকার পর ইরানের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ব্রিটিশ-অস্ট্রেলিয়ান অ্যাকাডেমিক কাইলি মুরে-গিলবার্ট। তিন ইরানি নাগরিককে মুক্তি দেওয়ার বিনিময়ে ইউনিভার্সিটি অব মেলবোর্ন-এর এই লেকচারারকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ৩৩ বছর বয়সী এই অ্যাকাডেমিক। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজের লেকচারার কাইলি মুরে-গিলবার্ট অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে ২০১৮ সালে ইরানে যান। এক সম্মেলনে যোগ দিয়ে ফেরার পথে তেহরান বিমানবন্দরে তাকে আটক করে ইরানি কর্তৃপক্ষ। গত বছর তাকে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করে দশ বছরের কারাদণ্ড দেয় ইরানের আদালত।