নিউজ ডেস্ক : বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হক জেসি ইংল্যান্ডের এমআরসিপি (মেম্বারশিপ অব দ্য রয়েল কলেজস অব ফিজিশিয়ান্স অব দ্য ইউনাইটেড কিংডম) পরীক্ষায় এক হাজার নম্বরের মধ্যে ৯০৬ নম্বর পেয়ে বিশ্বের সব চিকিৎসকদের পেছনে ফেলে প্রথম হয়েছেন। বিশ্বের সকল চিকিৎসকদের কাছে এই পরীক্ষা অত্যন্ত মর্যাদাকর। যেখানে পাস মার্ক ছিল ৪৫৪ নম্বর।
জানা যায়, গত বছরের মে মাসে এমআরসিপি-প্রথম পার্ট পরীক্ষা হয়, এরপর দ্বিতীয় পার্ট পরীক্ষার তারিখ ছিল ২৪ মার্চ, কিন্তু সে সময় ব্রিটেনে লকডাউন শুরু হয়ে যায়। মার্চে মাসের পরীক্ষাই হয় গত ২৭ অক্টোবর, আর একমাস পর ২৭ নভেম্বর ফলপ্রকাশিত হয়। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে সময়ের তারতম্যের কারনে মাহমুদুল তার ফলাফল পান পরের দিন ২৮ নভেম্বর।
ডা. মাহমুদুল হক জেসি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কিংবা স্থায়ী ভাবে বসবাসকারী কেউ নন । তিনি বাংলাদেশের মাটিতে বেড়ে উঠা একজন। ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র। উনচল্লিশতম বিসিএস এর একজন ক্যাডার হিসেবে বর্তমানে কর্মরত আছেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার হেলথ কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে।
তিনি বলেন, ডিউটির মাঝে মাঝে আমি পড়াশোনা করতাম। আমি আসলে কিছু করিনি, ইচ্ছাও ছিল না। আমি আমার যতটুকু সক্ষমতা ছিল, পড়েছি। কিন্তু রেজাল্টের কথা চিন্তা করে আমি পড়ি নাই। তবে আমি প্রস্তুতিটা নিয়েছিলাম জোড়ালো ভাবে ।তিনি আরও জানান, পরীক্ষা দেওয়ার পর আমার মনে হয়েছিল, পরীক্ষাটা ভালো হয়েছে। মনে হয়েছে, আমি বাংলাদেশের ভেতরে হাইয়েস্ট স্কোর করতে পারি হয়তো। কিন্তু সারা বিশ্বে সর্বোচ্চ নম্বর পেতে পারি-এটি কখনওই মনে হয়নি।
ভবিষ্যত পরিকল্পনা কী জানতে চাইলে ডা. মাহমুদুল হক বলেন, ফাইনাল পার্টের পরীক্ষা জন্য প্রস্তুতি নিচ্চ্চি , তবে সেটা ইংল্যান্ডে গিয়ে দিতে হবে। এরপর উচ্চ শিক্ষার জন্য বিদেশে গেলেও দেশেই ফেরত এসে মানুষের কল্যাণে, দেশের মানুষের সেবাই করতে চান তিনি।