বিশেষ প্রতিনিধি, সিলেট : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় আজ শুক্রবার তিনি করোনা পজিটিভ বলে জানতে পেরেছেন।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নুরুল ইসলাম নাহিদ।
তিনি জানান, বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করান। আজ শুক্রবার সকালে প্রাপ্ত ফলে তার করোনা পজিটিভ আসে।
বর্তমানে নুরুল ইসলাম নাহিদ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগ মুক্তি কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।