বিশেষ প্রতিনিধি, সিলেট : সিলেটে ফরহাদ হোসেন (১৬) নামের এক কিশোর খুনের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার সিলেট জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন এ রায় প্রদান করেন।আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করেছেন আদালত। আরেক আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। ফরহাদ হোসেন জামালপুর জেলার সরিষা বাড়ি থানার বাইশি দক্ষিণপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
দন্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের ওসমানীনগর থানার রনাগলপুর গ্রামের নওয়াব আলীর ছেলে ফয়ছল আহমদ (২০), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার দুর্গাপুর গ্রামের শৈলেন্দ্র দাসের ছেলে অমল কুমার দাস (২৮) ও ঢাকার কদমতলা থানার শ্যামপুর পালপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৮)। এসব আসামিদের প্রত্যেকেই পলাতক রয়েছেন। সিলেট নগরীর বিমানবন্দর থানার খাসদবির এলাকার আব্দুর রহমানের ছেলে ফরহাদ আহমদকে খালাস প্রদান করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মফুর আলী এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট লাভলী আক্তার, এডভোকেট আব্দুস সোবহান ও এডভোকেট আব্দুল মজিদ খাঁন।
আদালত সূত্রে জানা গেছে, মোবাইল ছিনতাইয়ের একটি ঘটনাকে কেন্দ্র ২০১২ সালের ৬ আগস্ট রাতে সিলেট নগরীর মাছুদিঘীরপাড়ে একটি কলোনির কক্ষে ফরহাদ হোসেনকে খুন করা হয়। এ ঘটনায় কোতয়ালী থনার লামাবাজার ফাঁড়িতে দায়িত্বরত তৎকালীন এসআই খায়রুল ইসলাম বাদল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১ জানুয়ারি ৪ জনকে অভিযুক্ত করে কোতোয়ালী থানার তৎকালীন এসআই রকিবুল হক আদালতে চার্জশিট দেন। আদালত অভিযোগ গঠনের পর ২৭ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করা হয়।