সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার মেরিনা দেবনাথ আজ শুক্রবার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন।
পদাধিকারবলে বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি বিভাগীয় কমিশনার। তবে মূলত সাধারণ সম্পাদকই পুরো সংস্থাকে নেতৃত্ব দেন।
নির্বাচনে ৩২টি ভোট পড়ে। এতে ৩০টি ভোট পেয়ে নির্বাচিত হন নাদেল। বাকি দুটি ভোট পান হবিগঞ্জের শুভ্র শংকর।
নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে মো. আক্তারুজ্জামান ও আব্দুল জব্বার জলিল, সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, যুগ্ম সম্পাদক ইমরান আহমদ, সিপার উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, নির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, রেজওয়ানুল হক রাজা, মোজাম্মেল হক মুনিম, ইশতিয়াক আহমদ শামীম, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, আব্দুর রশীদ তালুকদার ইকবাল, নারী নির্বাহী সদস্য তামান্না ইয়াসমীন নাজমী ও জীবন নাহার বেগম।
নির্বাহী সদস্য পদে আব্দুল মালিক রাজা গত ২৮ নভেম্বর মৃত্যুবরণ করায় তার পদটি শূন্য রাখা হয়েছে।
নাদেল এর আগেও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে ছিলেন।
এর আগে সিলেট জেলা ক্রীড়া সংস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে একটিমাত্র প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। প্যানেলের সবাই নির্বাচিত হন।
বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।