সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় দুই নারী ও শিশুসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য।
সোমবার বিকেল চারটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা সবাই দুটি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৫১৮) নবীগঞ্জের সাতহাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এর পর গাড়ি দুটিকে টেনে নিয়ে বাসটি খাদে পড়ে যায়। অটোরিকশা দুটি ওই বাসের নিচেই চাপা পড়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। একে একে বের করে আনা হয় ৮টি মরদেহ।
নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুল বেগম (২৮), মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাইয়ের স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাহাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে অনন্ত মিয়া (২২), একই গ্রামের লিজা আক্তার (১৯), লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০)। বাকি দুই পুরুষের নাম এখনও পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিক্ষুব্ধ জনতা অন্য একটি বিআরটিসি বাস ভাংচুর করেছে।