বাংলাদেশী কল্যাণ ও সংস্কৃতিক সংগঠন ক্যামব্রিজের উদ্যোগে কেমব্রিজ বাঙালী কমিউনিটির পক্ষ থেকে ০৯/১২/২০২০ বেলা সাড়ে বারোটায় কেমব্রিজের বাকান স্ট্রিটে ক্যামব্রিজ ফুড হাব এ কিছু প্রয়োজনীয় খাদ্য দান করা হয়।
এতে কমিউনিটি নেতৃবন্দর মধ্যে উপস্হিত ছিলেন, কমিউনিটি নেতাও সংগঠনের সেএে্টারী আছাদুজ্জামান, সুরক মিয়া, নোমান খান, লিগ্যাল এডভাইজার নাসির ঊদ্দিন ও চ্যানেল এস রিপোটার মারুফ আহমদ। বক্তারা বলেন এটি আমাদের সবার জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ প্রকল্প এবং আমাদের সামান্য প্রচেষ্টা সম্প্রদায়ের জন্য উপকৃত হবে। আমরা এই কমিউনিটিকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই কঠিন সময়ে এই মহামারী মোকাবিলার জন্য একত্রিত হয়েছি, আমরা আশা করি এই অন্ধকার দিন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমরা আশাবাদী যে আরও অনেক সংঘঠন, ব্যবসায়ী এবং গোষ্ঠী / ক্লাবগুলি এই প্রয়োজনীয় প্রকল্পে যোগ দেবেন।