নিউজ ডেস্ক : ব্রিটিশ-বাংলাদেশী আইনজীবীদের সংগঠন সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটর্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সলিসিটর দেওয়ান মাহদি সভাপতি ও সলিসিটর নূরুল গাফফার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। গত ৫ ডিসেম্বর, শনিবার এ নির্বাচন ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
করোনাকালীন বিধিনিষেধ মেনে হলের পরিবর্তে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পিকার সলিসিটর নাজির আহমেদ এবং নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সলিসিটর শাহনাজ আহমেদ, সলিসিটর মাসুদ চৌধুরী ও সলিসিটর চৌধুরী জিন্নাহ আলী দায়িত্ব পালন করেন।

বিচারপতি মুহাম্মদ বেলায়েত হোসাইন ও বিদায়ী সভাপতি এহসানুল হকের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১২ বছর পূর্বে ইংল্যাণ্ড ও ওয়েলস-এর দি ল’ সোসাইটি হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড ফিলিসপস-এর উপস্থিতিতে বৃটেনের মূলধারার আইনজীবী সংগঠনের যাত্রা শুরু করে ।