বগুড়ার শাজাহানপুরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আশিক খান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জুতা পায়ে শহীদ বেদিতে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের একটি ছবি ফেসবুকে দেখে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা তদন্ত সাপেক্ষে শহীদদের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
দুই কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত ও দুঃখ প্রকাশ করে বলেছেন, তারা ভুল করে জুতা পায়ে শহীদ মিনারে উঠেছিলেন।
ভাইস চেয়ারম্যান এম সুলতান আহমেদ জানান, তিনি দু’জনকে জুতা পায়ে দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, ভাইস চেয়ারম্যান এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান, শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিতরা শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন, এক মিনিট নিরবতা পালন ও দোয়া করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিনের পায়ে জুতা দেখে অনেকে বিস্মিত হন। ভাইস চেয়ারম্যান এম সুলতান আহমেদ বিষয়টি নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের নজরে আনেন। তার নির্দেশে ওই দুই কর্মকর্তা নেমে গিয়ে জুতা খুলে আসেন। শহীদ মিনার অবমাননার এ ছবি শাজাহানপুর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে শেয়ার করা হয়।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে বিষয়টি সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দের নজরে এলে সবার মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে ফেসবুক থেকে ছবিটি সরিয়ে নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী জানান, তিনি ওই অনুষ্ঠানে ছিলেন না। তবে শুনে হতাশ হয়েছেন। তিনি বলেন, জুতা পায়ে বেদিতে উঠে শহীদদের অবমাননা করা হয়েছে। ঘটনা সত্য হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌর গোপাল গোস্বামী সাংবাদিকের বলেন, জুতা পাশে শহীদ বেদিতে উঠা দুঃখজনক ঘটনা। এতে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশিক খান জানান, ছবি তোলার জন্য ডাকা হলে তিনি ভুল করে জুতা পায়ে শহীদ মিনারে উঠেছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিনও দুঃখ প্রকাশ করে একই মন্তব্য করেন।