মো: রেজাউল করিম মৃধা: অন্ধকারে আশার আলো। কভিড-১৯ বা করোনাভাইরস মহামারির কারনে ব্রিটেনে বিভিন্ন ব্যাবসা প্রতিস্ঠান একের পর এক বন্ধ হচ্ছে। প্রতিদিনই বেকার হচ্ছেন হাজার হাজার শ্রমিক সেখানে নতুন করে কাজের সন্ধান এ যেন অন্ধকারে আশার আলো দেখাচ্ছ।
সরকারের ঘোষনা অনুযায়ী ব্রিটেনের প্রতিটি ঘরে ঘরে এবং প্রতিটি ব্যাবসা প্রতিস্ঠানে ব্রডব্যান্ড দেওয়া হবে। সেই হিসেবে ব্রডব্যান্ড বা অন লাইন কাজ চলছে পুরোদমে। শুধু সরকারি ব্রডব্যান্ড বিটি- অপেনার্সে এই বছর ২০২০ সালে ২৫০০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে এবং আগামী বছর ২০২১ সালের মধ্যে আরো ২৮০০ নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হবে।
শ্রমিক নিয়োগের ক্ষেত্রে শুধু ইন্জিনিয়র নেওয়া হবে এমন নয়। এখানে শপ ওয়ারকার, ড্রাইভার, সেল্সম্যান, মহিলা, উঠতি বয়সী যুবক যুবতিদের ও নিয়োগ দেওয়া হবে। তাই যে কোন ব্যাক্তিই বিটি-অপেনার্সে কাজের জন্য আবেদন করতে পারবেন।এই করোনাভাইরস মহামারির ক্লান্তি কালেও পেয়ে যেতে পারেন আপনার কাংক্ষিত কাজটি।
করোনাভাইরস মহামারির সময় ও ব্রডব্যান্ড কম্পানী গুলি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শুধু সে বাসায় যেয়ে বা ব্যাবসা প্রতিষ্ঠানে স্বশরীরে যেতে হবে এমন নয় এই ব্রডব্যান্ডের অনেক শ্রমিক ঘরে বসে কাজ করে থাকেন।
দি সেন্টার ফর ইকোনোমিকস এ্যান্ড রিসার্সের তথ্য অনুযায়ী বর্তমানে ন্যাশনওয়াইড £৫৯ বিলিয়নের প্রজেক্ট এবং জিগাবাইট ব্রডব্যান্ড স্পেড বাই ২০২৫ পরিকল্পনা রয়েছে।এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সব সময়ই নতুন নতুন শ্রমিক নিয়োগ প্রকৃয়া চলবে।