যুক্তরাজ্যের মতো করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের (প্রজাতি) মিউটেশন বাংলাদেশেও ঘটেছে। গত নভেম্বরের প্রথম সপ্তাহে ৫টি স্যাম্পলে এই নতুন স্ট্রেইনের অনেকটাই মিল পাওয়া যায় বলে বাংলা ট্রিবিউনকে জানান বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান।
তিনি জানান, ১৭টি জিনোম সিকোয়েন্স পর্যালোচনা করে ৫ টি স্যাম্পলে এই নতুন স্ট্রেইনের লক্ষ্মণ পাওয়া গেছে। এর সবগুলো ছিল ঢাকার স্যাম্পল।
তিনি জানান, ইতোমধ্যে স্যাম্পল কালেকশন এরিয়াতে তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। পরবর্তী জিনোম সিকোয়েন্স কবে করা হবে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের জিনোম সিকোয়েন্সিং কিট নেই। কিট হাতে এলেই আমরা বিশদভাবে এই সিকোয়েন্সিংয়ের কাজ শুরু করতে পারবো
নতুন স্ট্রেইনের মিউটেশন যুক্তরাজ্যের মতো বিধ্বংসী হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ নভেম্বরের স্যাম্পলে আমরা এই মিল পেয়েছি। ইতোমধ্যে আমাদের তো দুই মাস হয়ে গেল। আমাদের মৃত্যু হার এবং সংক্রমণের হার কম আছে।’