করোনাভাইরাস নিয়ে সংবাদ প্রকাশের জেরে উহানের সিটিজেন সাংবাদিক ঝাং ঝানের চার বছরের জেল দিয়েছে চীন সরকার। করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও উস্কানি সৃষ্টির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
আজ সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ওই নারী সাংবাদিককে এ বছরের মে মাসে গ্রেপ্তার করে চীনা পুলিশ।
দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে সারা বিশ্বে প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়েছিল। শুরুতে ভাইরাসটি সম্পর্কে তথ্য প্রকাশ করে বেশ কয়েকজন সাংবাদিক ও চিকিৎসক বেইজিংয়ের রোষানলে পড়েন।
ঝাং ঝানের অন্যতম আইনজীবী রেন কোয়ান্নিউ বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, সাজা ঘোষণার সময় ঝাং ঝানকে বিধ্বস্ত দেখাচ্ছিল। আদালতে যখন রায় পড়া হয় তখন তার মা উচ্চশব্দে ফুপিয়ে কাঁদেন।
জনসাধারণের মধ্যে অশান্তি সৃষ্টি করা এবং বিশৃঙ্খলা তৈরি করায় নিরাপত্তামূলক একটি চীনা আইনে বিচার করা হয় ওই সাংবাদিকের।
উহানে করোনা সংক্রান্ত খবর দিতে গিয়ে তার মতো আরও তিন সাংবাদিকের হদিস মিলছিল না। তাদের একজন লি জেহুয়া গত এপ্রিলে জানান, এতদিন তিনি কোয়ারেন্টিনে ছিলেন। আরেক সাংবাদিক চেন কুইশিকেও সরকারি নজরদারিতে রাখা হয়। তৃতীয়জন ফাঙ্গ বিন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।