অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার অনুমোদন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় দুঃশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। ভারতীয় প্রতিষ্ঠানটি ওই টিকাটি গণহারে উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির প্রধান আদর পুনেওয়ালা জানিয়েছেন এই বছরের শেষ কিংবা জানুয়ারির শুরুতেই যুক্তরাজ্যে টিকাটি অনুমোদন পেতে পারে। এরপরই তা ভারতে ব্যবহারের অনুমোদন পাওয়া যাবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে গণহারে করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হলেও এখন পর্যন্ত পরীক্ষাগারের বাইরে ব্যবহারের অনুমতি মেলেনি অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার। বিলম্ব হওয়ায় অনেকেই টিকাটির ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন।