মো: রেজাউল করিম মৃধা: ব্রিটেনের ব্রেক্সিট মিনিস্টার লর্ড ফ্রস্ট ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকের সাথে ব্রেক্সিট পরিবর্তিত সমঝতা করতে না পেরে। হতাশা গ্রস্থ্য হয়ে তার মন্ত্রিত্ব থেকে গত শনিবার পদত্যাগ করেন।
তিনি বলেন,” অনেক চেস্টা করেও ইইউ এবং ইউকের মধ্যে ব্রেক্সিট ডিল সমঝতা করা সম্ভব হচ্ছে না। এছাড়া কভিডে টেক্স বাড়ানো সহ বিভিন্ন নতুন নতুন ইসু প্রতিদিনই সৃস্টি হচ্ছে। সমুদ্র সীমানা জটিলতা চরম আঁকার ধারন করছে এ সকল কারনে আমি পদত্যাগ করছি,”।
ব্রেক্সিট মিনিস্টারের পদত্যাগ সম্পর্কে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,” এখন আমরা কভিড-১৯ ওমিক্রন নিয়ে বেশী কাজ করছি। আমাদের প্রাধান্য হচ্ছে কভিড-১৯ মোতাবেলা করা,”।