ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি,: ছাতকে জালিম ও হিন্দু সরকার বলে গ্রামের মসজিদে ওয়াজকে কেন্দ্র করে গ্রামবাসির দু`পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনার জের ধরেই গত রোববার সকাল থেকে বিকাল পযন্ত গৌরনগর মালিকান্দি গ্রামবাসির দু`পক্ষ দেশি ও অস্ত্র নিয়ে মুখামুখি হন।
জানা যায়,উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপির গৌরনগর মালিকান্দি গ্রামের মসজিদের ইমাম রফিকুল ইসলাম ছায়েল প্রতি সপ্তাহে শুত্রুবারে বতমান সরকার জালিম ও হিন্দু সরকার বলে ওয়াজ করায় এ ঘটনার তীব্র প্রতিবাদ করেন ৮ মাস আগে আব্দুর রাজ্জাক।
এ নিয়ে ইমামের পক্ষ নেন গ্রামের নুরুল হক ও ইমামে বিপক্ষে অবস্থান নেন গ্রামের শফিক মিয়া ।
এ সরকারের বিরুদ্ধে ইমাম রফিকুল ইসলাম ছায়েল জালিম ও হিন্দু সরকার বলায় এলাকাবাসীদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।
এঘটনা নিয়ে রফিকুল ইসলাম ছায়েল ইমামের বিরুদ্ধে এলাকাবাসি মিলে গৌরনগর মালিকান্দি গ্রামে একাধিক শালিশ বৈঠক অনুষ্টিত হয়। এ শালিশ বৈঠকের মসজিদ ইমাম সরকারের বিরুদ্ধে আর কখনো ও সমালোচনামুলক ওয়াজ না করার অঙ্গীকার করে তিনমাসের মধ্যে এ মসজিদ থেকে চলে যাবার সিদ্ধান্ত নেন এলাকাবাসির লোকজন। তিন মাস পর মসজিদ থেকে চলে না গিয়ে জোরপুবক থাকার চেষ্টা করেন ইমাম রফিকুল ইসলাম ছায়েল।
এ গত রোববার সকাল থেকে বিকাল পযন্ত শফিক মিয়া ও নুরুল হকের মধ্যে আবারো ও টান টান উত্তেজনা বিরাজ দেখা দেয়।
এ খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী,সিরাজুল ইসলাম সিরাই,মাষ্টার নাসির উদ্দিন,মেম্বার আলগীর হোসেন ও সাবেক মেম্বার মাহমুদ আলীর নেতৃত্বে এক দল গন্যমান্য লোকজন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সংঘষের হাত থেকে গ্রামবাসি রক্ষা করেন তারা। পরে উভয় পক্ষের বিরোধ নিস্পতিলক্ষে আগামী মঙ্গলবার দশঘর গ্রামে এক শালিশ বৈঠক অনুষ্টিত হবে।