ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি: ছাতকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উপজেলায় জাতীয় পার্টির (জাপা)উদ্দ্যোগে m৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
গত শনিবার বিকালে উপজেলার গোবিন্দগঞ্জ নগর ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট শেষ হয়। র্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্টিত আলোচনা সভায় উপজেলা শাখার জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপত্বিতে ও যুবসংহতির উপজেলার সভাপতি জহির ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির নিবাহী সদস্য, আ ন ম ওয়াহিদ কনা মিয়া, উপজেলার জাপা সাধারণ সম্পাদক সামছুদ্দীন,ডাক্তার আব্দুল হান্নান পীর,পৌর কমিটির সভাপতি শামীম আহমদ,মাহবুব আহমদ নিউটন,মাসুক আহমদ,ফয়জুল ইসলাস,অলি আহমদ ছায়েদ,রমজান আলী,কাপ্তান মিয়া,রাকিব আলী,ইসমাইল আলী,সেলিম আহমদ,হারিছ আলী,নুরুল হক,আজমল হোসেন,ইরপান আলী,মনির উদ্দিনছমির উদ্দিন,মিজানুর রহমান,রিপন আহমদ,আব্দুর নুর,এমরান আহমদ,তাহির উদ্দিন.রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মাদ এরশাদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা হোসাইন আহমদ।