মো: রেজাউল করিম মৃধা: নতুন বছরের নতুন ক্লাস শুরু হবে ৪ঠা জানুয়ারী ২০২২ থেকে। নতুন বছরের নতুন নিয়মে সেকেন্ডারি স্কুলের সকল ছাত্রছাত্রী দের মুখে মাক্স বাধ্যতামূলক করা হয়েছে। স্কুল খোলার প্রথম দিন থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।

এডুকেশন সেক্রেটারি নাদিম জাওয়ায়ী বলেন,” সাবধানতা অবলম্বন অতি জরুরি। কভিড-১৯ ওমিক্রন ভ্যারিয়েন্ট যেহেতু অতি দ্রুত ছড়িয়ে পরে সেহেতু সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্যই সেকেন্ডারি স্কুলের সকল ছাত্রছাত্রী মুখে মাক্স বাধ্যতামূলক করা হয়েছে । সেই সাথে শিক্ষক এবং স্টাফ সহ সবাইকে মুখে মাক্স পরতে হবে। এতে ওমিক্রন আক্রান্তের সম্ভবনা অনেক কমে যাবে,”।
মুখে মাক্স ব্যাবহার করা ছাড়াও
১/ প্রতিদিন কোভিড টেস্ট করতে হবে।
২/ ১১ থেকে ১৫ বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম চলছে। তাই এই বয়সী ছাত্রছাত্রীদের ভ্যাকসিন নিতে হবে।
৩/ ক্লাস রুমে ভ্যান্টিলেটর থাকতে হবে অথবা জানালা খোলা রাখতে হবে।
৪/ হাইজিন এবং সেনেটাইজেশন করতে হবে। বার বার হাত সেনিটাইজড করতে হবে অথবা বার বার হাত পরিস্কার করতে হবে।
৫/ স্কুলের স্টাফদের ও আরো সতর্ক হতে হবে।কেননা স্টাফদের মাধ্যমেও অনেকে কোভিডে আক্রান্ত হয়েছে।