মো: রেজাউল করিম মৃধা: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমীসহ আটকৃত আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তির দাবীতে লন্ডনের আলতাব আলি পার্কে মানববন্ধন অনুস্ঠিত হয়।
আজ ২০ জানুয়ারি ২০২২। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায়।
অন্যান্যের বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা শাহ নূর মিয়া, মাওলানা শাহ জাহান, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা শায়খ নাজিম উদ্দিন, হাফিজ শহীর উদ্দিন, আলহাজ্ব নূর বক্স, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা আল আমিন, মাওলানা নুমান হামিদী, প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হুমকি ধমকি ও বাধা দিয়ে আমাদের আন্দোলন ঠেকানো যাবে না। আমরা শান্তি পূর্ণ আন্দোলনে বিশ্বাসী। সুতরাং কারাবন্দী আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন।