ছাতক প্রতিনিধি : ছাতকে গৃহবধু ধর্ষন মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত সোমবার রাতে ছাতক থানা পুলিশ এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকা উওরায় ৭নম্বার সেক্টর এলাকা থেকে ফরহাদ আহমদ (৩৫)কে আটক করে পুলিশ।
সে উপজেলার সদর ইউপির কাজিহাটা গ্রামের মৃত হাজি সমর আলীর ছেলে ফরহাদ আহমদ (৩৫)।
জানা যায়,উপজেলার সদর ইউপির কাজিহাটা গ্রামের দিনমজুর আব্দুল কাহারের স্ত্রী নেওয়ারুন (২২)গত ৬ নভেম্বর দুপুরে গৃহবধুকে বাড়িতে একা পেয়ে ফরহাদ তার বসত ঘরে প্রবেশ করে পিছন দিকে গৃহবধুকে ঝাপ্টা মেরে ধরেই দু`জনের মধ্যে ধস্তা ধস্তি সহ শোর চিৎকার করলে গৃহবধুকে মারপিট করে খাটের উপর ফেলে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে যাবার সময় বলে এঘটনার কাউকে বলে সহপরিবার হত্যার করা হুমকি দিয়ে চলে যায়।
এঘটনায় ধষিতা গৃহবধু বাদী হয়ে গত ৬ নভেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে গত ২১ নভেম্বর থানায় নারী ও শিশু নিযাতন দমন আইনে মামলা রুজু করেন।
এব্যাপারে তদন্তকারি এস আই আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে আসামী ফরহাদ আহমদের বিরুদ্ধে একাধিক নারী নিযাতনের অভিযোগ রয়েছে।
এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান জানান,আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে আসামী ফরহাদ গত মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।