কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত না রেখে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চালু রাখার দাবিতে
সুনামগঞ্জে সাধারন শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করেন। সুনামগঞ্জ সরকারি কলেজের গণিত অনার্স ফাইনাল বিভাগের ছাত্র শামীম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি কলেজের শিক্ষার্থী দ্বিপাল ভট্টাচার্য, আসাদ বিন শফিক, জনাছিম চৌধুরী, মো. শাহেদ, আমিনুল ইসলাম, নিঝুম তালুকদার, তফাজ্জল তালুকদার প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন,রাজধানীতে বাণিজ্য মেলা চলছে, হাটবাজার খোলা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা চালু রাখার
দাবি জানান।