আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি:
ছাতকে আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদকবিরোধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা নেয়ার দাবি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যও মাদক কারবারে সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। নেপথ্যে রাজনৈতিক শক্তিও জড়িত বলে অভিযোগ ও উঠেছে। চুরি ডাকাতি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ। মাদক মামলার বিচার দ্রুত শেষ করে অভিযুক্তদের কঠোর শাস্তি নিশ্চিত করার প্রস্তাব গৃহিত হয়। মাদকের ভয়ংকর ছোবল থেকে নতুন প্রজন্মকে বাঁচানোর অঙ্গীকার করেন পুলিশ ও প্রশাসন। আইন শৃঙ্খলা কমিটির সভাপতিসহ বক্তারা এসব কথা বলেছেন।
গত সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবাহী অফিসার মামনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-
মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র সরকার,
কৃষি অফিসার তৌহিদুর খান,
আ`লীগ নেতা সমাজ সেবক সৈয়দ আহমদ,ইউপি চেয়ারম্যান গয়াস আহমদ,আওলাদ হোসেন মাষ্টার,সাইফুল আলম,আবু বক্কর,মুক্তিযোদ্ধা কমান্ড আনোয়ার রহমান তোতা মিয়া,মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মস্তফা,থানার অফিসার ইনচাজ মাহবুর রহমান,মৎস অফিস সীমা রানী বিশ্বাস,প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি প্রমুখ।
বক্তারা আরো ও বলেন,বিভিন্ন স্থানে অনিয়ম দুনীতি অবাধে হচ্ছে,২৮ মামলার রেকড করা হয়। এ মধ্যে ২টি চুড়ান্ত রিপোট দাখিল করে পুলিশ। ধর্ষন,চোরাচালান,চুরি,ডাকাতি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।