কুমিল্লায় একটি গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী তিন দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশার ওই তিন যাত্রী নিহত হয়েছে।
নিহত শিক্ষার্থীরা হলো ছুফুয়া গ্রামের বাসচালক আবুল হাসেমের ছেলে মো. লিমন, বদরপুর মধ্যপাড়ার আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাক, দুর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে মো. সিফাত। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। তাদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়িতে নিয়ে যায়।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বুধবার রাত ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা ছুফুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনাকবলিত একটি অটোরিকশা দেখতে পান। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন ইউটার্ন করার সময় পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ওই তিনজন নিহত হয়। পরে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায়নি।
মিয়াবাজার হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে তাদের লাশ থানায় আনা হয়েছে। নিহতদের প্রত্যেকের বয়সই ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা সবাই চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তবে বিস্তারিত তাদের আত্মীয়স্বজন এলে বলতে পারব।