রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউকে ৯৪। বিলেতে বসবাসরত এসএসসি ৯৪ এর ছত্রচারীদের সংগঠন ইউকে ৯৪ এর পক্ষ থেকে এক শোক বার্তায় তারা নেতৃবৃন্দ বলেন, ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করে রানী দ্বিতীয় এলিজাবেথে শুধু বৃটেন নয়, সারাবিশ্বের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃত্যুর খবরে বৃটেনের সঙ্গে কাঁদছে পুরো বিশ্ব। এই কঠিন সময়ে ব্রিটেনের রাজপরিবারের ন্যায় আমরাও সমভাবে ব্যথিত। তার রানীর আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য , গত দুয়েক দিন থেকে রানী রানী দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে রানীর সকল সন্তান, নাতি প্রিন্স উইলিয়াম ও রাজপরিবারের সদস্যরা ছুটে যান স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে। সেখানে রানীর শয্যাপাশে অবস্থান নেন তারা। রানীর চিকিৎসকরা ছুটে যান প্রাসাদে। তাকে রাখা হয় তাদের নজরদারিতে। কিন্তু সবার উপস্থিতিতে তিনি চিরদিনের জন্য বিদায় নেন.।