সিলেটের শেখঘাট এলাকা বাসির পক্ষথেকে যুক্তরাজ্য সফরত সিলেট সিটি কর্পোরেশনের ১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ সিকান্দার আলিকে এক সংবর্ধনা দেয়া হয় গত মঙ্গলবার সন্ব্যায় ।
ক্রয়ডনের ক্যাটারামস্হ একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবর্ধনা সভায় বিশেষ অতিথী হিসেবে উপস্হিথ ছিলেন ক্রয়ডনের সাবেক মেয়র,কাউন্সিলার সেরওয়ান চৌধুরী, সেলহাস্ট এর কাউন্সিলার আমিরুল ইসলাম আক্তার, বিশিস্ট ব্যাবসায়ী রুহল ইসলাম রুলু , ব্যাবসায়ী আব্দুল মছব্বির ।
অনুস্ঠানের শুরুতে কাউন্সিলার সিকান্দার আলিকে ফুলদিয়ে বরন করেন সবুর চৌধুরী সুহেল।
সুহেল চৌধুরীর পরিচালনায় এ অনুস্টানে সভাপতিত্ব করেন শামিম চৌধুরী ।
অনুস্টানে বক্তারা কাউন্সিলার সিকান্দর আলীর কর্ম জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার জনস্বার্থ মূলক বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন।
দেশে প্রবাসি হয়রানি বন্ধে সিলেটের কাউন্সিলারবৃন্দ সহ উচ্চপদস্থ সকলের সহযোগীতা কামনা করে অনুস্ঠানে অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন ইমরান ইসলাম, ছুরত মিয়া, আব্দুল ওয়াহিদ প্রমুখ ।