রুশ বাহিনীর ওপর বহুল আলোচিত পাল্টা হামলা শুরু করার কথা অবশেষে স্বীকার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শনিবার এ কথা জানান। অন্যদিকে এই পাল্টা হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া।
কয়েক দিন ধরেই মস্কো দাবি করে আসছিল, পরিকল্পিত পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে কিয়েভ হামলা শুরুর বিষয়ে মুখ খুলছিল না। যদিও সামরিক বিশেষজ্ঞ ও রুশপন্থী ব্লগাররা পরিস্থিতি বিশ্লেষণ ও তথ্য-উপাত্ত দিয়ে জানান, ইতিমধ্যে পাল্টা হামলা শুরু হয়েছে।
পাল্টা হামলা চালাতে কিয়েভ মোট ১২টি ব্রিগেডে ৫০-৬০ হাজার সেনা প্রস্তুত করেছে। এর মধ্যে ৯টি ব্রিগেড পশ্চিমা অস্ত্রে সজ্জিত এবং কিয়েভের পশ্চিমা মিত্ররা তাঁদের প্রশিক্ষণ দিয়েছে। এই হামলা ঠেকাতে কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।