২০শে জুন ২০২৩, মঙ্গলবার ইস্ট ল্ন্ডনের লন্ডন এনটারপ্রাইজ একাডেমী হলে এমএএইচ লন্ডন টিভি ও মৃধা শোর ৩য় বর্ষপূর্তী অনুস্ঠান অনুস্ঠিত হয়।
মাওলালা আব্দুল কুদ্দুস এর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুন্ঠান শরু হয় সরারসি অন লাইনেও সম্পরচার করা হয়। অনুস্ঠানের দুই উপস্থাপক সাংবাদিক আলাউর রহমান খান শাহীন ও সংবাদ পাঠিকা রুপী আমীনের প্রাণবন্ত উপস্থাপনায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন এমএএইচ টিভির সিইও আইনজীবি মোঃ আব্দল হামিদ টিপু, মৃধা শোর তিন বৎসরের কার্যক্রম ও সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধা।
কানায় কানায় পরিপূর্ন হলে সন্ধ্যা ৭.৩০ থেকে ৯.৩০ টা পর্যন্ত মনোমুগ্ধকর অনুস্ঠানে গান পরিবেশন করেন শিল্পী আলাউর রহমান ও কাজী কল্পনা, কবিতা আবৃত্তি করেন ব্যারিস্টার আতাউর রহমান,কৌতুক পরিবেশন করেন ব্যারিস্টার নাজির আহমেদ ও উপস্থিত বুদ্ধির খেলা যা অনুস্ঠানটিকে আরো প্রানবন্ত করে তুলে।
আমন্ত্রিত অতিথিদের নিয়ে ৯.০০টার সময় কেক কাঁটার মূহর্তটি ছিলো বিশেষ আকর্শনীয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট্স এর স্পীকার জাহেদ চৌধুরী, ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার, নিউহ্যাম কাউন্সিল চেয়ার রহিমা রহমান, এনফিল্ডের ডেপুটি মেয়র আমিনুর রহমান, বিবিসিসিআই এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু জেপি, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী , ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তোফাজ্জল মিয়া, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মহিব, টাওয়ার হ্যামলেট্স লেবার লিডার কাউন্সিলার সিরাজুল ইসলাম,লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রিন্সিপাল আশিদ আলি, সাংবাদিক নাহাস পাশা, ওয়ার্ক পার্মিট ক্লাউড এর ম্যানেজিং ডিরেক্টর ব্যারিস্টার লুৎফর রহমান, সলিসিটর গনি উল্লাহ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রহমত আলি, বিবিসিসিআই এর সহ সভাপতি আজাদ হোসেন,ব্যারিস্টার হামিদুল অফিন্দি লিটন, জাসাসের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় জাসাস নেতা আব্দুস সালাম, সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, কমিউনিটি লিডার মতিউর রহমান, মুক্তিযোদ্ধা ইন্জিনিয়র মেফতা ইসলাম, সাবেক স্পীকার আহবাব হোসেন ,মেয়রের এ্যাডভাইজার সাংবাদিক মোহাম্মদ জুবায়ের সহ কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের সরব উপস্থিত অনুস্ঠানকে সাফল্য করে তুলে।
মৃধা শো’র উপস্থাপক মোঃ রেজাউল করিম মৃধার হাতে ক্রেস্ট তুলে দেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রিন্সিপাল আশিদ আলি। এছাড়াও ফুল দিয়ে শুভেচ্ছা জানান টাওয়ার হ্যামলেট্সের সাবেক মেয়র মতিনুজ্জামান, রিপন মাহমুদ, সেলিনা আক্তার সহ অনেকে।
সেন্ট মার্টিন সলিসিটর্স এর তত্বাবধানে অনুস্ঠানটিতে সহযোগিতা করেন- আব্দুর রহিম রন্জু,আনোয়ারুল ইসলাম অভি, মোঃ শাহ আলম, মোহামেদ ইয়াসীন, সাইদুল ইসলাম, আব্দুল হাকিম, রিপন মাহমুদ, পাপ্পু দাস, তানভির তারেক, বাদশাহ মিয়া সহ আরো অনেকে।