বিএনপির ডাকা দুই দিনের হরতালের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১১টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
এ ছাড়া গতকাল সুনামগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। নোয়াখালীতে হরতালের সমর্থনে বের করা মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ওয়ারী থানার ফটকের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর প্রায় দেড় ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।