বিনোদন ডেস্ক : শেষ রক্ষা আর হলো না। বিরাট কোহলি আর আনুশকা শর্মা আপ্রাণ চেষ্টা করেছিলেন যে তাদের কন্যা ভামিকার ছবি যেন প্রকাশ্যে না আসে। অবশেষে ভামিকার ছবি নেট দুনিয়ায় ছেয়ে গেল। আর তাতেই বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
সম্প্রতি আনুশকা মেয়ে ভামিকাকে কোলে নিয়ে বিরাটের ম্যাচ উপভোগ করছিলেন। আর তখনই কোনো পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হয়েছিল এক রত্তি ভামিকা। ভামিকার ছবি ভাইরাল হওয়াতে আনুশকা তাঁর ইনস্টা স্টোরি-তে লিখেছেন, ‘হ্যালো, আমরা জানতে পেরেছি যে গতকাল স্টেডিয়ামে আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে, আর তারপর তা দ্রুত ভাইরাল হয়ে গেছে। আমরা সবাইকে বলতে চাই যে আমরা জানতাম না যে আমাদের ওপর ক্যামেরার নজর ছিল। এই বিষয়ের ওপর আমাদের অবস্থান আর অনুরোধ একই আছে। আমরা সত্যি খুশি হবো যে ভামিকার ছবি ক্লিক আর প্রকাশিত না করলে। আর এর কারণ আপনাদের আগেই জানিয়েছি। ধন্যবাদ।’