সোনার মেয়ে লিবিয়া মাধ্যমিক পরীক্ষার মধ্যেই সামার অ্যাথলেটিকসের অংশ নিচ্ছেন। গতকাল মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়ে জিতেছেন সোনা। এই ইভেন্টে তিনি সময় নিয়েছেন ১ মিনিট ০৪.৭০ সেকেন্ড। এরপর আজ রিলেতেও সোনা জিতেছেন।
সোনা জয়ের পর উচ্ছ্বসিত লিবিয়া বলছিলেন, ‘আমি ২২ সেপ্টেম্বর পরীক্ষা দিয়ে ঢাকায় এসেছি। এরপর কাল আবার বাড়ি ফিরে গিয়েছি। এসে সোনা জিতেছি।’ পরীক্ষা শেষে একটু দুশ্চিন্তায় ছিলেন লিবিয়া, ‘পরীক্ষা দিয়েই ঢাকার গাড়িতে উঠেছি। গুলিস্তানে এসে পৌঁছাই সাড়ে ৩টায়। গুলিস্তান থেকে অল্প যানজট পেয়েছিলাম। তখন একটু দুশ্চিন্তা হচ্ছিল। শেষ পর্যন্ত স্টেডিয়ামে পৌঁছে ভালোভাবেই দৌড়ে অংশ নিই। সোনা জয়ের পর স্বস্তি ফেরে মনে।’
পদ্মা সেতু তৈরি হওয়ার কারণে এভাবে সাহস করে পরীক্ষা দিয়ে ঢাকায় এসে খেলতে পেরেছেন বলে জানালেন লিবিয়া, ‘পদ্মা সেতু না হলে এভাবে গিয়ে পরীক্ষা দেওয়া হতো না। হয়তো আমার খেলাতেও অংশ নেওয়া হতো না। ঝুঁকি নিয়ে হলেও শেষ পর্যন্ত সামার অ্যাথলেটিকসে অংশ নিতে পেরেছি বলে আমি খুশি।’