রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল ( ৮ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় গুলশানের বাসা থেকে হাসপাতালে যান তিনি। তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার মানবজমিনকে বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে ম্যাডামের শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তাকে বাসায় নেয়ার কথা রয়েছে।
সর্বশেষ গত ১১ই জানুয়ারি হাসপাতালে দীর্ঘ পাঁচ মাসব্যাপী চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৫শে অক্টোবর রাতে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক বাংলাদেশে আসেন। তাদের নেতৃত্বে ২৬শে অক্টোবর খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।