করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। গত ১১ অক্টোবর করোনার লক্ষণ দেখা দিলে পরদিন টেস্ট করার পর রেজাল্ট পজেটিভ আসে। তবে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিচ্ছেন ‘কাঠবিড়ালী’খ্যাত এ চিত্রনায়িকা।
স্পর্শিয়া জানান, ১১ অক্টোবর ‘নবাব এলএলবি’ ছবির প্যাচওয়ার্কে অংশ নেন স্পর্শিয়া। রাতে বাসায় ফেরার পর অসুস্থ বোধ করেন। হালকা ঠান্ডাজ্বর অনুভূত হয়। খাবারের স্বাদও চলে যায়। পরদিন টেস্ট করালে ফল পজিটিভ আসে।
তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত হলেও শরীর ভালো আছে। কোনো শ্বাসকষ্ট নেই, খাবারের স্বাদও ফিরে পাচ্ছি। শুধুমাত্র শারীর দূর্বল।’
জানা গেছে, ১১ অক্টোবরের শুটিংয়ে স্পর্শিয়ার সহশিল্পী হিসেবে ছিলেন শাহেদ আলী সুজন, সুষমা সরকার, সুমন আনোয়ার, অপু, নির্মাতা অনন্য মামুনসহ অনেকেই। তবে ছিলেন না, ছবির প্রধান তারকা শাকিব খান।
এদিকে, শাকিব খান-স্পর্শিয়ার ছবি ‘নবাব এলএলবি’র শুটিং শেষ। চলছে সম্পাদনার কাজ। নির্মাতা অনন্য মামুন জানান, ২৩ অক্টোবর ছবিটি মুক্তি দিচ্ছেন আই থিয়েটার নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে। যার মাধ্যমে ওয়েব ফিল্মে অভিষেক হতে যাচ্ছে শাকিব খানের।