ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ১০০ জনেরও বেশী অতিথি উপস্হিত থাকায় ব্রিটিশ পুলিশ একটি বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম লন্ডনের সাউথল শহরের টিউডর রোজ নামক সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানকে ‘আইনের স্পষ্ট এবং অহংকারী লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অনুষ্ঠানস্থলের মালিককে ১০,০০০ পাউন্ড জরিমানা করা হয়। বর্তমান নির্দেশিকা অনুযায়ী, বিয়েতে অনুমোদিত অতিথিদের সংখ্যা ১৫ জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে । মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রকাশিত শরীরে -পরিহিত ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে অতিথিদের ঘটনাস্থল থেকে বের করে দেয়া হচ্ছে।
এরিয়া কমান্ডার চ সুপ্ত পিটার গার্ডনার বলেন, ‘এটি ছিল একটি বিপজ্জনক এবং নির্বোধ লঙ্ঘন। বিয়ের মতো বড় সমাবেশের উপর নিষেধাজ্ঞা কয়েক মাস ধরে চলে আসছে এবং সত্যি বলতে কি, এই স্পষ্ট এবং অহংকারী আইনের লঙ্ঘনের কোন অজুহাত থাকতে পারে না। অনুষ্ঠানস্থলের মালিক নিয়ম মানতের ব্যর্থ হওয়ার কারণে আমরা তাকে £১০,০০০ পাউন্ড জরিমানা করেছি। ইংল্যান্ডের বেশ কয়েকটি এলাকার মধ্যে লন্ডন অন্যতম, যেখানে শনিবার থেকে শুরু হওয়া টায়ার ২ লকডাউন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।
pic: BBC