আগামী ৪ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী ক্রিকেটারদের আইপিএল খ্যাত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠেয় এ নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে তিনটি দল। এরই মধ্যে দল ঘোষণা করেছে বিসিসিআই। নারী আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন।
ভেলোসিটির হয়ে খেলবেন জাহানারা। গতবারের আসরেও ভেলোসিটির হয়ে খেলেছেন তিনি। অন্যদিকে ট্রেইলব্লেজার্সের জার্সি গায়ে খেলবেন সালমা খাতুন। আসন্ন আইপিএলে নিজ নিজ দলের হয়ে ব্যাটিং ও বোলিংয়ে আলো ছড়াতে চান জাহানারা ও সালমা। ভালো খেলার লক্ষ্য নিয়েই আইপিএলে যাচ্ছেন বলে সংবাদমাধ্যমে জানান এ দুই ক্রিকেটার।
আইপিএলকে সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছেন জাহানারা ও সালমা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের প্রস্তুতির ব্যবস্থা করে দিয়েছে। আইপিএলে খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন রোমাঞ্চিত। তিনি বলেন, ‘আইপিএলে সুযোগ পেয়ে নিজেকে অনেক খুশি লাগছে এবং ভাগ্যবানও মনে হচ্ছে যে আসলে এত বড় একটা আসরে খেলতে যাব। অবশ্যই চেষ্টা করব আইপিএলে নিজের পারফরম্যান্স শো করার।’