মো: রেজাউল করিম মৃধা: কভিড-১৯ বা করোনাভাইরস মহামারি থেকে বাঁচার অবিরাম চেস্টা আমাদের সবার। তবে সবার আগে সরকারি বিধিনিষেধ বা নিয়মকানুন। গবেষকদের গবেষনানুযায়ী সরকার বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পদক্ষেপ গ্রহন করে থাকেন। সেই সব সকল নাগরিকদের মেনে চলা অত্যন্ত জরুরী।কিছু কিছু কমন বা সাধারন নিয়মে কিন্তু আমরা অভ্যস্ত হয়েছি। যেমন বারবার হাত ধূয়া,মুখে মাক্স এবং সামাজিক দূরুত্ব বজায় রাখা।
কিন্তু কিছু কিছু নিয়ম বা আইন সরকার বা স্থানীয় প্রশাসন নিজস্ব ক্ষমতা বলে দিয়ে থাকেন। তেমনি এক সমস্যায় জর্জরিত গ্রেটার ম্যানচেস্টার বাসী।যেসব এলাকায় করোনার প্রাদূর্ভাব বেশী সে সব এলাকা কে টি য়ার ৩ বা অতি ঝুকিপূর্ন বলে স্থানীয় ভাবে লক ডাউনের ঘোষনা দেওয়ার কথা থাকলেও স্থানীয় ভাবে মেয়র সেই নিয়ম মানতে রাজি তবে লক ডাউনের পূর্বেই সেই এলাকার ব্যাবসা প্রতিস্ঠান সহ শ্রমিকদের সহযোগিতার জন্য বাজেট ঘোষনার দাবী রাখেন।
বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারে সর্বোচ্চ সতর্কতা থাকলেও ম্যানচেস্টারের মেয়র এ্যান্ডি বারহ্যাম ক্ষতিপূরনের বাজেট না পেয়ে লক ডাউন দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। বৃটিশ আইন অনুযায়ী স্থানীয় সরকার বা মেয়রের কিছু কিছু ক্ষেত্রে নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সে কারনে বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এবং এমপি দের মধ্যে দ্বন্দ চরম আঁকার ধারন করেছে । এই দ্বন্দের দ্রুত সমাধান না হলে বেড়ে যাবে মৃত্যুর ঝুঁকি।
গ্রেটার মযানচেস্টারের সকল এমপিরা চাচ্ছেন লক ডাউন দিয়ে জনসাধারনের জীবন রক্ষা করা আর মেয়র চাচ্ছেন অনুদান বা অর্থ সহযোগিতা করে তাদের মুখে খাবার তুলে দিতে। প্রশাসনের দ্বন্দের কারনে জীবন মরন সমস্যা গ্রেটার ম্যানচেস্টার বাসী।
গ্রেটার ম্যানচেস্টারে দি সেরিমনিয়াল এবং মেট্রোপলিটন কান্ট্রি। সেই সাথে ২৭ টি সংসদিয় আসন বা ২৭ জন নির্বাচত এমপি এর মধ্যে ১৮ জন লেবার দলের এবং ৯ জন কনজারভেটিভ দলের এমপি। ভিন্ন দলের এম হলেও স্থানীয় ভাবে লক ডাউনের ক্ষেত্র সব এমপি একমত।
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন “টিয়ার ৩ ক্যাপ কে ম্যানচেস্টারের মেয়র কে সম্মান করা উচিত। তা না হলে জনসাধারনের জীবন রক্ষায় মহা সংকট হতে পারে”। কিন্তু স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রীর আশ্বস্ত এখন ও গ্রহন করেননি।
অন্য দিকে দ্বিতীয় লক ডাউনে লিভার পুলের সিটি রেজন মেয়র – স্টিভ রটেনহ্যাম £৪৪ মিলিয়ন পাউন্ড অর্থ অনুদান পেয়েছেন। সেই সাথে ল্যানকেশায়ার ও পেয়েছে £৪২ মিলিয়ন পাউন্ড । সেই অনুযায়ী গ্রেটার ম্যানচেস্টার পেতে পারে প্রায় £৭৫ মিলিয়ন পাউন্ড।