গত বছরের শেষটা হাসিমুখেই কেটেছিল পরিচালক অরূপ সেনগুপ্তের। তার পরিচালিত ছবি “চার এক্কে প্যাঁচ” “ইন্টারন্যাশনাল গোল্ডেন মিরর ফিল্ম ফেস্টিভাল” এ বেস্ট শর্ট ফিল্ম (পপুলার চয়েজ অ্যাওয়ার্ড) এর পুরস্কার জেতে।
২০২২ র শুরুটা পরিচালক অরূপ সেনগুপ্তের মুখের হাসিটা আরও স্ফিত করেছে “চালচিত্র রোলিং অ্যাওয়ার্ডস্”। তাঁর পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “চার এক্কে প্যাঁচ”(Chaar Ekke Payanch) “বেস্ট কমেডি ফিল্ম”(Best Comedy Film) এবং “বেস্ট এন্থুসিয়াস্টিক ফিল্মমেকার”(Best Enthusiastic Filmmaker) এর পুরস্কার জেতে “চালচিত্র রোলিং আওয়ার্ডস” এ।
“বেস্ট এন্থুসিয়াস্টিক ফিল্মমেকার”(Best Enthusiastic Filmmaker) পুরস্কার এর মধ্যে দিয়ে পরিচালনার জন্য প্রথম পুরস্কার পেলেন পরিচালক অরুপ সেনগুপ্ত। পরিচালক অরূপ সেনগুপ্তের এই সাফল্যের জন্য আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্বল্প দৈর্ঘ্যের ছবি “চার এক্কে প্যাঁচ” এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অসীম রায় চৌধুরী, দেব মাল্য গুপ্ত ঈশিকা রায়, রাজ্জাক হোসেন, প্রিয়াঙ্কা সরকার। এই স্বল্প দৈর্ঘ্যের ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন বোধিসত্ত্ব মজুমদার। প্রোডাকশন ডিজাইন এর দায়িত্ব সামলেছেন সৌভিক পাল। এক্সিকিউটিভ প্রডিউসারের দায়িত্ব সামলেছেন অনির্বাণ মিত্র এডিট এবং কালারের দায়িত্ব সামলেছেন সুজিত কর্মকার। পোস্টার ডিজাইন করেছেন অভিক। ক্যামেরা দায়িত্ব সামলেছেন রতন মন্ডল। সঙ্গীত পরিচালনা করেছেন অরিন। এই ছবিটি প্রযোজনা করেছেন নিখিল আগারওয়াল।
বছরের শুরুতেই জোড়া পুরস্কার জয়ের জন্য স্বল্প দৈর্ঘ্যের ছবি “চার এক্কে প্যাঁচ” এর পরিচালক অরুপ সেনগুপ্ত, প্রযোজক নিখিল আগারওয়াল, প্রতিটি অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের “TBH বাংলা”র পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।