এই ছবিতে আছেন সর্বমোট আটজন। পর্তুগিজ এই ফুটবলার, তাঁর চার সন্তান ও প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। আর দুজন? ছবিতে তাদের দেখা যাচ্ছে না, তবে অস্তিত্ব বোঝা যাচ্ছে। কেননা, এখনো তারা ভূমিষ্ঠ হয়নি। আরও দুই সন্তানের বাবা হতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনিতেই ইনস্টাগ্রামে তাঁর ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ৩৯ কোটি ৬০ লাখ। আর ওই ছবির নিচে ২৪ ঘণ্টারও কম সময়ে জড়ো হয়েছে ১ কোটি ৩৩ লাখ লাইক।

২০১০ সালের ১৭ জুন প্রথমবার বাবা হন ক্রিস্টিয়ানো। তাঁর প্রথম ছেলে জন্ম নেয় যুক্তরাষ্ট্রে। চুক্তি অনুযায়ী সন্তানের সব ভরণপোষণের দায়িত্ব রোনালদোর বলে ঘোষণা দেন তিনি। মায়ের নাম, পরিচয় চুক্তি অনুসারে থেকে গেছে অলক্ষে।

২০১৭ সালের ৮ জুন রোনালদো সারোগেসি (গর্ভ ভাড়া) পদ্ধতিতে মেয়ে ইভা ও ছেলে মাতেও—এই দুই যমজ সন্তানের বাবা হন। পাঁচ মাস পর প্রেমিকা স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ জন্ম দেয় ক্রিস্টিয়ানোর চতুর্থ সন্তান মেয়ে আলানা মার্তিনোর। আর ২০২১ সালের অক্টোবরে ঘোষণা আসে, আবারো যমজ সন্তানের বাবা হতে চলেছেন তিনি। দুই ছেলে আর দুই মেয়ের পর আবারও দুই সন্তানের বাবা হতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের ভেতর ছয় সন্তানের বাবা হবেন ক্রিস্টিয়ানো।

তিন সন্তান নিয়ে সাকি
তাহলে সাকিব আল হাসান যে বলেছিলেন, ‘রোনালদোর সঙ্গে কম্পিটিশন করছি…।’ ৩–৬–এ পিছিয়ে পড়লেন না তিনি?