বগুড়ার ধুনট উপজেলার ১০ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ নভেম্বর। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬০ জন প্রার্থী। এর মধ্যে উপজেলার চিকাশি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্বশুর ও জামাই। বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তার মেয়ের জামাই আরিফুর রহমান। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাজমুল কাদির শিপন।
এ ছাড়া মথুরাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান মনোনয়নপত্র দাখিল করছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তার ছোট ভাই মাহফুজার রহমান। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হাসান আহম্মেদ জেমস।
এদিকে মনোনয়নপত্র প্রত্যাহার না করার কথা জানিয়েছেন শ্বশুর আলেফ বাদশা ও তার জামাই আরিফুর রহমান। ভোটে অংশ নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্তে অটল রয়েছেন তারা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী জানান, আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।